Je Kawta Din Reprise Version Lyrics In Bengali. - Full Lyrics

Je Kawta Din Reprise Version Lyrics In Bengali.

 Je Kawta Din Reprise Version Lyrics In Bengali :


যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

চিন্তার অনুপ্রবেশ রেজার ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউই শিরোনামে নেই।

যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

Post a Comment

0 Comments