Tom Tomar Khola Hawa Lyrics In Bengali. - Full Lyrics

Tom Tomar Khola Hawa Lyrics In Bengali.


Tom Tomar Khola Hawa Lyrics In Bengali :


তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া।


টুকরো করে কাছি

আমি ডুবতে রাজি আছি,

আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া।


সকাল আমার গেল মিছে

বিকেল যে যায় তারি পিছে গো (x2)

রেখো না আর, বেঁধো না আর

কূলের কাছাকাছি

আমি ডুবতে রাজি আছি,

আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া।


মাঝির লাগি আছি জাগি

সকল রাত্রিবেলা

ঢেউগুলো যে আমায় নিয়ে

করে কেবল খেলা (x2)

ঝড়কে আমি করব মিতে

ডরব না তার ভ্রূকুটিতে,

ঝড়কে আমি করব মিতে

ডরব না তার ভ্রূকুটিতে

দাও ছেড়ে দাও, ওগো

আমি তুফান পেলে বাঁচি

আমি ডুবতে রাজি আছি,

আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া।..

Post a Comment

0 Comments