Amar Bhitor O Bhaire Lyrics In Bengali. - Full Lyrics

Amar Bhitor O Bhaire Lyrics In Bengali.


Amar Bhitor O Bhaire Lyrics In Bengali.


আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে


   আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার গভীর ছোঁয়া

ভিতরের নীল বন্দরে


আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখ

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখ


দিও তোমার মালা খানি

বাউল এর এই মন টা রে


আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি।

Post a Comment

0 Comments